Posts

Showing posts from September, 2024

দ্য মিরাকল মর্নিং pdf ডাউনলোড

 Hal Elrod একজন আমেরিকান লেখক ও পেশাজীবী বক্তা। তিনি পৃথিবীব্যাপী পরিচিতি লাভ করেছেন The Miracle Morning বইটির জন্যে। এটা পৃথিবীর অন্যতম সেরা বিক্রীত বইয়ের একটি। ২৭টি ভাষায় বইটি অনূদিত হয়েছে। পৃথিবীর ৭০টি দেশের ৫ লক্ষের অধিক মানুষ প্রতিদিন দ্য মিরাকল মর্নিং-এর চর্চা (The Life S.A.V.E.R.S.) করে চলেছেন। হ্যাল ২০ বছর বয়েসে মারাত্মক দুর্ঘটনায় পতিত হন। একজন মাতাল ড্রাইভার তার গাড়িতে আঘাত করে। তিনি প্রচণ্ডভাবে মাথায় আঘাতপ্রাপ্ত হন। দুর্ঘটনাস্থলে প্রায় মারাই গিয়েছিলেন। শরীরে ১১টি হাড় ভেঙ্গে গিয়েছিল। হাসপাতালে জ্ঞান ফেরার পর তিনি জানতে পারেন, জীবনে আর কখনোই হাঁটতে পারবেন না। কিন্তু হ্যাল শুধু হাঁটেননি, তিনি সক্ষম হয়েছিলেন ৫২ মাইলের ম্যারাথন সম্পন্ন করতে। জীবনের সর্বোচ্চ খারাপ অবস্থা থেকে কীভাবে ঘুরে দাঁড়ানো যায়, হ্যাল তা দেখিয়েছেন। হ্যাল মনে করেন, একজন মানুষের সমস্যার চেয়ে সম্ভাবনা অনেক বেশি। দ্য মিরাকল মর্নিং-এ হ্যাল এই ব্যাপারটা খুব বেশি ফোকাস করেছেন, জীবনের প্রতিকূল অবস্থা মানে ফুরিয়ে যাওয়া নয়, ওটাই হতে পারে নতুনভাবে ঘুরে দাঁড়ানোর সুযোগ ও শক্তি। জীবনের সম্ভাবনাগুলো সঠিকভাবে কাজে লাগিয়ে ...

বিমান বন্দরে আসলেই সুবিধা মিলছে

Image
 কিছু আওয়ামী সন্ত্রাসীরা ডালাও ভাবে প্রচার করছে ইউনুস এর নেওয়া উদ্যোগ গুলো আগে থেকে ছিল। তবে এ-সব সুবিধা তখন ছিল না।  কিছু সুবিধা থাকলে ওগুলো কার্যকর হতোনা।  তখন প্রতিটি রেমিট্যান্স যোদ্ধার সাথে করা হতো চাকরের মত আচরণ।  লাগেজ না আসা বা পাওয়া ছিল নিত্য ব্যাপার।